৬ ডিসেম্বর, ২০২১ ১২:৩৬

করোনা পরবর্তী মহামারি আরও মারাত্মক হতে পারে : সারাহ গিলবার্ট

অনলাইন ডেস্ক

করোনা পরবর্তী মহামারি আরও মারাত্মক হতে পারে : সারাহ গিলবার্ট

করোনাভাইরাস সংকটের চেয়ে ভবিষ্যতের আরও প্রাণঘাতী মহামারি আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম এক উদ্ভাবক সারাহ গিলবার্ট। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ইতোমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা যাতে বৃথা না যায়, সে জন্য মহামারি মোকাবিলার প্রস্তুতিতে আরও তহবিল দরকার। করোনার নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কম কার্যকর হতে পারে বলেও জানান তিনি।

আজ সোমবার বিবিসি’র খবরে এই তথ্য জানানো হয়েছে। আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। করোনার নতুন এই ধরন খুব দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে বিশ্বের ৪০টির বেশি দেশে ওমিক্রনে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

করোনার এই ধরন সম্পর্কে আরও তথ্য না জানা পর্যন্ত লোকজনের ওমিক্রনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করেছেন সারাহ গিলবার্ট। তিনি বলেন, কোনো ভাইরাস দ্বারা মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার এটাই শেষ ঘটনা হবে না। সত্য হল, পরের মহামারিটি আরও খারাপ হতে পারে। সেটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর