১৮ জানুয়ারি, ২০২২ ১২:৪৪

আরব আমিরাতে আরও হামলার হুঁশিয়ারি হুতিদের

অনলাইন ডেস্ক

আরব আমিরাতে আরও হামলার হুঁশিয়ারি হুতিদের

সামনের দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাত আরও হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।

সোমবারের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে এমন দাবিও করেছে ব্রিদোহী গোষ্ঠীটি।

সোমবার আবুধাবিতে হুতিদের একাধিক হামলায় বিমানবন্দরের খুব কাছেই বিস্ফোরিত হয় তিনটি তেলের ট্রাক। তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। এতে, সৌদি নেতৃত্বাধীন জোটের সাথে হুতিদের বিরোধ-উত্তেজনায় যুক্ত হল নতুন মাত্রা।

ইয়েমেনের স্থানীয় বাহিনীগুলোকে সম্প্রতি অস্ত্র ও প্রশিক্ষণ দেয় জোটের অন্যতম সদস্য আরব আমিরাত। জ্বালানি সমৃদ্ধ সাবওয়া ও মারিব অঞ্চলে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয় এসব বাহিনী। আবু ধাবিতে হুতিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

এ নিয়ে হুতি মুখপাত্র কলোনেল ইয়াহিয়া সারিয়া বলেন, সফল সামরিক অভিযান চালিয়েছে আমাদের বাহিনী। দুবাই ও আবুধাবির বিমানবন্দর, তেল শোধনাগারে হামলা হয়েছে। পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। সামনে এ ধরনের আরও হামলার টার্গেট হতে হবে তাদের।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর