২৪ জানুয়ারি, ২০২২ ১৭:১৪

সৌদি আরবে ঘণ্টায় ৭ সংসার ভাঙছে

অনলাইন ডেস্ক

সৌদি আরবে ঘণ্টায় ৭ সংসার ভাঙছে

প্রতীকী ছবি

বিবাহবিচ্ছেদের হার বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। সৌদি আরবেও এই হার বাড়ছে। দেশটিতে প্রতি ঘণ্টায় ৭টি বিবাহ বিচ্ছেদ বা সংসার ভাঙে বলে  সৌদির জাতীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে। খবর গালফ নিউজের।

এক গবেষণা প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে ওই দফতর জানায়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার বাড়ে ১২ দশমিক ৭ শতাংশ। ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে। ২০২০ সাল থেকে এ পর্যন্ত সৌদিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে সংখ্যা ৫৭ হাজার ৫০০টিরও বেশি। গত প্রায় ২ বছরের প্রতিমাসেই জমা পড়া আবেদনের সংখ্যা ছিল আগের মাসের চেয়ে বেশি।

দফতরের এক সৌদি কর্মকর্তা বলেছেন, বর্তমানে সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭টি ডিভোর্স হচ্ছে। দশমিক হিসেবে বলা যায়,  গত প্রায় দুই বছরে দেশটিতে প্রতি ১০টি বিয়ের ৩টিই ভেঙে গেছে।

তিনি জানান, ২০১১ সাল থেকেই সৌদি আরবে বিবাহবিচ্ছেদ বাড়ছে। ২০১০ সালে যেখানে সৌদি আরবে বিবাহবিচ্ছেদ ছিল ৯ হাজার ২৩৩টি, সেখানে তার পরের বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ হাজারে। অর্থাৎ শতকরা হিসাবে, ২০২০ থেকে ২০২১- মাত্র এক বছরে দেশটিতে ৬০ শতাংশ বিবাহবিচ্ছেদ বাড়ে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর