যুদ্ধের আশঙ্কার অজুহাতে বেলারুশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। একইসঙ্গে মার্কিন নাগরিকদের বেলারুশ ভ্রমণ না করার জন্যও সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব নির্দেশনা জারি করেছে।
এর আগে ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারকে দেশে ফিরতে বলা হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়ার অস্বাভাবিক তৎপরতার অজুহাত তুলে ধরে আমেরিকার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হলো।
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তাদের বিবাদের কয়েক ঘণ্টার মাথায় বেলারুশের অবস্থানকারী মার্কিন নাগরিকদের বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, আগামী সপ্তাহে বেলারুশে সেনা উপস্থিতি বাড়িয়ে ৩০ হাজার করার পরিকল্পনা করছে রাশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা রয়েছে।
নিরাপত্তা পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ফেব্রুয়ারির গোড়ার দিকে ইউক্রেনের সঙ্গে বেলারুশ সীমান্তের কাছে সামরিক উপস্থিতি ৩০ হাজারে উন্নীত করতে চায় রাশিয়া। ওয়াশিংটনের কাছে এর প্রমাণ রয়েছে।
তিনি বলেন, মস্কোর পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দুই ঘণ্টারও কম দূরত্বের এলাকায় থাকবে রুশ সেনারা।
তবে রাশিয়া এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে আমেরিকা। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত