ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শিগগিরই দামাভান্দ ডেস্ট্রয়ার সাগরে পাঠানো হবে।
শনিবার এ তথ্য জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল।
ইরানি কমান্ডার আরও বলেন, ইরানের নৌবাহিনী বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এবং প্রতিনিয়ত আধুনিকায়নের কাজ চলছে। খবর-পার্সটুডের।
ইরানের নৌবাহিনীর কমান্ডার আরও বলেন, বেশি পাল্লার টর্পেডো নির্মাণের পাশাপাশি টর্পেডোগুলোকে আরও নিখুঁত করে তুলতে কাজ চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব সরঞ্জামকে নৌবাহিনীতে যুক্ত করা হয় বলে জানান তিনি।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দামাভান্দ ডেস্ট্রয়ার ২০১৪ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর ২০১৮ সালে দুর্ঘটনায় পড়ে। এতে ডেস্ট্রয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। মেরামত শেষে এটি আবারও সাগরে পাঠানোর সিদ্ধান্ত নেয় নৌবাহিনী।
ইরান সমরাস্ত্র নির্মাণে স্বনির্ভরতা অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে চৌকস নৌবাহিনীর একটি হচ্ছে ইরানের নৌবাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন