প্রেসিডেন্ট জো বাইডেনের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বলেছেন, ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে ভ্লাদিমিরি পুতিনের রাশিয়া। তার দাবি, ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়ে স্নায়ুযুদ্ধের পর বিশ্বকে সবচেয়ে বড় সংকটে ফেলে দিয়েছে মস্কো।
লিথুনিয়া সফরে যাবার আগে অস্টিন বলেন, ‘রুশ সেনারা এখন হাত-পা ঝারা দিয়ে উঠছে, আক্রমণের জন্যও তৈরি তারা।’ সাথে মার্কিন সেনাপ্রধানকেও সতর্ক অবস্থানে থাকার এবং রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তরিৎ ব্যবস্থা নেয়ার জন্য তৈরি থাকতে বলেছেন অস্টিন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পরিকল্পনায় আছে রাশিয়া। তাই উত্তেজনা কমাতে ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। সাথে সতর্কতা দিয়ে বলেন, ‘এতো কিছুর পরও যদি রাশিয়া যুদ্ধে জড়ায়, তার সব দায় মস্কোকেই নিতে হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল