নিখোঁজ হওয়ার পর গুনে গুনে ১২ বছর কেটে গেছে, মালিক ধরেই নিয়েছেন মারা গেছে কুকুরটি। ঠিক সেসময় অপ্রত্যাশিতভাবেই খবর এলো জোয়ি নামের কুকুরটি এখনো বেঁচে আছে। তাকে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন এক পশু সেবাদাতা কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। খবর বিবিসি।
রাস্তায় পাশে একটি অসুস্থ কুকুর দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা পশু সেবাদাতা কার্যালয়ে ফোন দেয়। পশু সেবাদানকারী এক কর্মকর্তা কুকুরটির শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করে দেখেন ২০১০ সালে এটি হারিয়ে যায়। চিপে পাওয়া তথ্য থেকেই মালিকের কাছে কুকুরটিকে পৌঁছে দেন ওই কর্মকর্তা।
জোয়ির মালিক মিচেল্লি বলেন, ‘আমি ভাবতে পারিনি এমন কিছু ঘটবে, সত্যিই আমি বেশ আনন্দিত।’
বিডি প্রতিদিন/নাজমুল