পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরার আগের ঘরের ছোটো ছেলে মুসা মানেকাসহ তিন জনের বিরুদ্ধে মাদক আইনে এফআইআর করেছে পুলিশ। পাকিস্তানী গণম্যাধম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের একটি পুলিশ চৌকি অতিক্রম করার সময় তাদের গাড়িতে তল্লাশি করা হয়।
সেসময় উদ্ধার করা হয় মদের বোতল। এরপর হাসপাতালে পরীক্ষা করা হলে মুসার বন্ধু আহমেদ শাহরিয়ারের দেহে মদের উপস্থিতি মেলে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।
ফরেনসিক পরীক্ষা-নীরিক্ষার পর বাকি সিদ্ধান্ত নেবে পুলিশ, ইমরান খানের স্ত্রীর ছোটো ছেলেকে আদালতের কাঠগড়ায়ও উঠতে হতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল