ইউক্রেনে সেনা অভিযানে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া। আবার বেলারুশ সীমান্তবর্তী এলাকাতেই ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে। এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিলো বেলারুশের ৩০ হাজার সেনা।
তবে মহড়ায় অংশ নিলেও সরাসরি ইউক্রেন অভিযানে অংশ নেবে না বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘রাশিয়ার সামরিক অভিযানে অংশ নেয়ার কোনো পরিকল্পনা বেলারুশেরে নেই।’
এছাড়াও বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগও অস্বীকার করেছেন লুকাশেঙ্কো।
এদিকে ইউক্রেন অভিযানে আরও বেশি প্রশিক্ষিত বেলারুশ সেনাদের ব্যবহার করার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবিই করছে ইউক্রেনের সামরিক বাহিনী।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল