ইউক্রেনে সংঘটিত নৃশংসতার প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছে যুক্তরাজ্যসহ ৩৮টি দেশ।
আইসিসির নিয়ম অনুসারে, সদস্য রাষ্ট্রগুলো থেকে এ ধরনের রেফারেলের অর্থ হলো প্রসিকিউটরকে তদন্ত শুরু করার আগে, প্রক্রিয়াটি দ্রুত করার আগে আইসিসির বিচারকদের অনুমোদন নিতে হবে না।
এটি আইসিসির ইতিহাসে সবচেয়ে বড় রেফারেল।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ বিষয়ে এক টুইটে বলেছেন, রুশ সেনারা ‘নির্বিচারে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে এবং ইউক্রেনজুড়ে শহরগুলো ছিন্নভিন্ত করে ফেলছে।’
তিনি বলেন, ‘রাশিয়ার বর্বর কাজের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি তদন্ত জরুরিভাবে প্রয়োজন এবং এটি সঠিক যে দায়ীদের জবাবদিহি করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে যুক্তরাজ্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও লিখেছেন, ৩৮টি দেশ ভ্লাদিমির পুতিনের সরকারকে ইউক্রেনে মস্কোর হামলার সময় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে রেফার করেছে।
সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ