নিয়ন্ত্রণে এসেছে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ড।
দেশটির ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ২০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস। ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ তথ্য জানায়।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়।
পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অগ্নিকাণ্ডের খবর পেয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম