ইউক্রেনের আবাসিক শহর চেরনিহিভে বৃহস্পতিবারের রাশিয়ার বিমান হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭। বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
রুশ গোলাবর্ষণের কারণে উদ্ধারকাজও বাতিল করতে বাধ্য হয়েছে স্থানীয় জরুরি বিভাগ।
রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ওই এলাকায় নানা রকম সংঘর্ষে মোট ১৪৮ জহ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেলারুশ ও রাশিয়ার সীমান্তবর্তী শহরটিতে তিন লাখ মানুষ বসবাস করে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল