ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনে রুশ হামলার নিন্দা করেন।
এসময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার গোলাবর্ষণের ঘটনারও নিন্দা জানান তিনি।
স্টলটেনবার্গ বলেন, ‘আমরা ইউক্রেনে সাধারণ মানুষের ওপর এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। এটা যুদ্ধের লাগামহীন অবস্থার কথাই প্রমাণ করে। দ্রুতই এই অবস্থার অবসান হওয়া উচিত। কূটনৈতিক বিশ্বাস থেকে রাশিয়ার উচিত ইউক্রেন থেকে সেনা ও যুদ্ধ সরঞ্জাম প্রত্যাহার করা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল