প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর প্রতি ফের ইউক্রেনে নো-ফ্লাইজোন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ আক্রমণের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে তার দেশ। নো-ফ্লাইজোন বাস্তবায়ন না করলে ব্যাপক ‘মানবিক বিপর্যয়’ ঘটবে।
সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগেও রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো জেলেনস্কির এই আহ্বান নাকচ করে দিয়েছে।
বুধবার জেলেনস্কি টেলিভিশনে এক ভাষণে বলেন, নো-ফ্লাইজোন বাস্তবায়ন না করলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তার জন্য আন্তর্জাতিক গোষ্ঠী দায়ী থাকবে।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার দিয়ে রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করছে। এর জবাব দেওয়া বিশ্ব সম্প্রদায়ের মানবিক দায়িত্ব।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কবিরুল