সাবেক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চেরনোবিলে পুনরায় মেরামতের জন্য জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেনের পরারাষ্ট্রমন্ত্রী।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুবেলা বলেছেন, আটচল্লিশ ঘণ্টা চলতে সক্ষম এমন ডিজেল চালিত জেনারেটর আছে। স্টোরেজ সুবিধার পারমাণবিক জ্বালানি ফুরিয়ে আসলেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।’
এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি জানিয়েছলো, চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পারমাণবিক জ্বালানি ঠাণ্ডা না হওয়ার ফলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে পারে।
রুশ সেনারা ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার শতাধিক কর্মী দুই সপ্তাহের বেশি সময় ধরে আটকা অবস্থায় আছেন।
চেরনোবিলে ১৯৮৬ সালে বিশ্বের অন্যতম পারমাণবিক বিপর্যয় ঘটে। বিদ্যুৎ কেন্দ্রটি এখন আর সচল না থাকলেও ৩৬ বছর আগের সেই দুর্ঘটনার জন্য এখনও দেখাশোনা করতে হয়। এখনও প্রায় ২৪০০ জন কেন্দ্রটিতে কাজ করে। এদের মধ্যে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, রাঁধুনী, চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীরা রয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল