ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আগামী সপ্তাহে কমনওয়েলথ ডে সার্ভিসে দেখা যাবে না। বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে আয়োজিত কমনওয়েলথ সার্ভিসের সোমবারের অনুষ্ঠানে ১৫০০ অতিথির হাজির থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে রানির প্রতিনিধি হিসেবে থাকবেন তার ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস। ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লস রানির বড় ছেলে ও সিংহাসনের ১ম উত্তরাধিকারী।
গত বছরের অক্টোবর থেকে রানিকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। সেসময় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। খুব শিগগির রানি পুরোদমে কাজে ফিরবেন বলে আশা করা হচ্ছিল। গত সপ্তাহে লন্ডনে উইন্ডসর ক্যাসলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করেছিলেন রানি।
উল্লেখ্য, গত মাসে ব্রিটেনের প্রথম রাজা/রানি হিসেবে সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্ণ করেন ৯৫ বছর বয়সী রানি। আগামী জুনে রানির সিংহাসনে আরোহনের প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সূত্র: রয়টার্স, ফ্রান্স টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ফারজানা