সৌদি আরবের অভ্যন্তরে বড় ধরনের অভিযানের খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনাবাহিনী বরাবরই বলে আসছে যতদিন অবরোধ অব্যাহত থাকবে ততদিন তারা সৌদি জোটের সদস্য দেশগুলোর কৌশলগত ও সংবেদনশীল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালেকি বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ সৌদি আরবের আরামকো তেল স্থাপনা, খামিস মুশিত গ্যাস শোধনাগার এবং দাহরান আল-জুনুব পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
ফারস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে রিয়াদে সৌদি আরামকো কোম্পানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। সেইসঙ্গে ইয়ানবুসহ আবহা, খামিস মুশিত, জিজান, সামেতা এবং দক্ষিণ জাহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে।
ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যায় অবরোধ ভাঙার জন্য যে কোনও সময় বিশেষ সামরিক অভিযান চালানো হবে। এমনসব গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ওই হামলার টার্গেট করা হবে যার কথা শত্রুদের চিন্তারও অতীত।-পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত