ইউক্রেনকে আরও ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার অর্থমূল্যের সহায়তা দিচ্ছে নিউজিল্যান্ড সরকার। পাশাপাশি অস্ত্রসাহায্যও করবে তারা। আজ সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান বলেছেন, তার সরকারের প্রদত্ত অর্থ সহায়তা সরাসরি যাবে ন্যাটো ফান্ডে। ওই ফান্ড থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে জ্বালানি, যোগাযোগের সরঞ্জাম ও ফার্স্ট এই কিট সহায়তা দেওয়া হয়। ইউক্রেনকে অন্যান্য কৌশলগত সরঞ্জামও দেবে নিউজিল্যান্ড।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রতিবেদনে বিবিসি আরও জানিয়েছে, নিউজিল্যান্ড এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১১০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।
সূত্র : বিবিসি ও নিউজিল্যান্ড হেরাল্ড
বিডি প্রতিদিন/ফারজানা