পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দল পিটিআইয়ের ভিন্নমতাবলম্বী এমএনএদের ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ জেলার দরগাই তহসিলে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।
সেইসঙ্গে তাদের দলে আবারও ফিরে আসার আহ্বান জানান। অনাস্থা প্রস্তাবের জবাবে বিরোধীদের সতর্ক করে দলের বিদ্রোহীদের এই ক্ষমার ঘোষণা দিলেন তিনি।
ইমরান বলেন, আপনারা ফিরে এলে আমি ক্ষমা করে দেব। আমরা সবাই ভুল করি। আমি একজন দররি বাবার মতো, যে তার সন্তানদের ক্ষমা করে দেয়। আমি আপনাদেরও ক্ষমা করে দেব।
সূত্র : জিও টিভি, এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ