কয়েক দফা শান্তি আলোচনায় বসলেও এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সান্ডার রোডনিয়াস্কি বলেছেন, শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া মোটেও সিরিয়াস নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রণাঙ্গনে কী ঘটছে তা থেকে বিশ্ব দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য তারা (রাশিয়া) এই আলোচনাকে কাজে লাগাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আপনি শান্তি চাইলে একই সময়ে কোনোভাবেই শহরে বোমা হামলা চালাতে পারেন না।’
সূত্র: বিবিসি
বিডি প্রদতিদিন/নাজমুল