ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা মারা গেছে, এমন দাবিই করছে ইউক্রেন। তবে রাশিয়া এ ব্যাপারে চূড়ান্ত কোনো তথ্যই দিচ্ছে না। যদিও মস্কো ২ মার্চ জানিয়েছিল, ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছে।
এবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা ৫৫৭ রুশ সেনার মৃত্যুর নিশ্চিত তথ্য হাতে পেয়েছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনে থাকা তাদের প্রতিনিধিরা নানা মাধ্যমে এই নিহত সেনাদের নাম ও পদবি সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে।
বিবিসির নিহতের তালিকায় রাশিয়ার এক মেজর জেনারেলের নামও আছে। নিহতদের মধ্যে আছেন ৭ কর্নেল। একজন নৌ কমান্ডারও আছেন এই তালিকায়।
সোমবারও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আইহোর রেজনিকভের দাবি, হতাহত সেনাদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে ক্রেমলিন। তিনি বলেন, ‘ক্রেমলিন আসলে জানে না যা ঘটছে তাকে তারা কীভাবে বর্ণনা করবে। সবশেষে, এই দিনগুলোতে রাশিয়ার বহু সেনা হতাহত হয়েছে। যে সংখ্যা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি। মিথ্যা তাদেরকে খু্ব একটা সাহায্য করছে না। উল্টো সত্য তাদের ভীত করছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রদতিদিন/নাজমুল