রাশিয়া গত দু’দিন ধরে ইউক্রেনের ওপর বিমান অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে দাবি করেছেন শীর্ষ এক মার্কিন কর্মকর্তা।
তিনি বলেছেন, “শুধু গত ২৪ ঘণ্টায়ই ইউক্রেনের ওপর তিনশ’র মতো বিমান অভিযান চালিয়েছে রুশ বাহিনী।”
তবে রাশিয়া এখনও ইউক্রেনের আকাশের কর্তৃত্ব নিজেদের হাতে নিতে পারেনি বলেও দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করে মার্কিন ওই কর্মকর্তা বলেন, “ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে বিমান প্রতিরোধ বাড়িয়েছে।” তবে তিনি ইউক্রেনের বিমান প্রতিরোধের নির্দিষ্ট কোনও সংখ্যা উল্লেখ করেননি।
তিনি বলেন, “রুশ সামরিক বাহিনীর বেশিরভাগ ফ্লাইটে আকাশ থেকে স্থলে হামলা চালানো হয়, প্রধানত স্থির লক্ষ্যবস্তুতে। তবে এই বিমানগুলো ইউক্রেনের আকাশসীমায় খুব বেশি সময় ব্যয় করে না। ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিমানকে লক্ষ্যবস্তু করতে তাদের স্বল্প ও দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ব্যবহার অব্যাহত রেখেছে।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম