ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, “রাশিয়ানরা ‘ধীরে ধীরে’ অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত প্রতিহত করে দিয়েছে এবং তাদেরকে থামিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।”
সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।
তিনি আরও দাবি করে যে ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে আরেকটি রাশিয়ান বিমান ভূপাতিত করেছে।
এ সময় রুশ যুদ্ধবিমানের পাইলটদের কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “অবশ্যই তাদের মধ্যে হৃদয় বা আত্মা বলে কিছু নেই। এর পরিবর্তে তাদের রয়েছে শূন্যতা। অথচ এই হৃদয় বা আত্মাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম