যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফরের শেষ দিন আজ। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে ইউক্রেনে রুশ আক্রমণ সংকট প্রতিহত করবে তা নির্ধারণ করতেই বৃহস্পতিবার তিনি ইউরোপ সফর করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউরোপ সফরের শেষ দিন বাইডেন পোলান্ডের ওয়ারসোতে পোলান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো কিভাবে শরণার্থী সংকট মোকাবেলা করবে তা নিয়ে আলোচনা করা হবে।
ওয়াশিংটনে ফেরার পূর্বে বাইডেন বক্তব্য প্রদান করবেন। হোয়াইট হাউস এই বক্তব্যকে ‘গুরুত্বপূর্ণ বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেন। ন্যাটোর এই সম্মেলনে জোটটির নেতারা ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন। এই শক্তি বাড়ানোর অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনাসদস্য পাঠানো হবে বলে একমত হন তারা। এ ছাড়া রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রস্তুতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল