পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পথে থাকা ইমরান খান এবার নিজে তার বিপদের কথা বললেন। শুক্রবার ইমরান খান বলেন, ২০২১ সালের আগস্ট থেকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এই খবর আমি জানি। খবর জিও নিউজের।
এর আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সতর্কতার পর ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ওপর অনাস্থা প্রস্তাব উঠেছে, যার ওপর ভোটাভুটি হতে পারে আগামী রোববার। ভোটে হারলে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হবে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বিষয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে অসন্তোষ ছিল যুক্তরাষ্ট্রের। এর মধ্যে হঠাৎ করে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন অনেকের কাছেই চমক হয়ে আসে।
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ (পিটিআই) খোলাখুলিভাবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল