আততায়ীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করতে পারে। দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার কাছে ইমরানকে গুপ্ত হত্যা করার প্লট আঁকা হয়ে গেছে এমন তথ্য আছে। এমনটাই দাবি করেছেন ইমরানের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এমন খবরের পর সরকারি সিদ্ধান্তে ইমরান খানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফাওয়াদ চৌধুরী টুইটে জানান, ‘এই খবর পাওয়ার পর ইমরান খানের নিরাপত্তা সরকারের সিদ্ধান্তে আরও বাড়ানো হয়েছে।’ একদিন আগেই একই রকম দাবি করেছিলেন পিটিই নেতা ফয়সাল ভাওদা। তিনি বলেছিলেন, দেশ বেচে দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ষড়যন্ত্রকারীরা ইমরান খানকে গুপ্ত হত্যার পরিকল্পনা করছে।
তিনি আরও বলেছিলে, ইমরানকে আততায়ীরা হত্যা করবে এমন খবরের পর তিনি তাকে জনসভায় বুলেট প্রুফ গ্লাস ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে ইমরান খান নাকি বলেছেন, মৃত্যু যখন আসবে তখনই তিনি মারা যাবেন। মানে বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করতে তিনি রাজি হননি।
অনাস্থা ভোটের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে, বারবার এমন দাবিই করে আসছেন ইমরান খান।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল