এবার আরেক ইউরোপীয় দেশ অস্ট্রিয়া চার রুশ কূটনীতিককে পারসোনা-নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চার রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে আগামী ১২ এপ্রিলের মধ্যে অস্ট্রিয়া ছাড়তে বলা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বহিষ্কৃত চার কূটনীতিকের মধ্যে তিনজন ভিয়েনায় রুশ দূতাবাসের কর্মকর্তা এবং বাকিজন অস্ট্রিয়ার সালজবার্গ শহরের রুশ কনস্যুলেটের কর্মকর্তা।
এর আগে জার্মানি, ফ্রান্স, ইতালিসহ অর্ধ ডজনের বেশি ইউরোপীয় দেশ ইউক্রেনের বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যার জবাবে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল