পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালেদ জাভেদ খান পদত্যাগ করেছেন। দুই বছর তিনি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার মধ্যরাতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর খালিদ জাভেদ খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
খালেদ জাভেদ খান পদত্যাগপত্রে লিখেছেন, ‘২০২০ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি। যে সম্মান ও সুযোগ পেয়েছি তার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
পদত্যাগপত্রে খালেদ জাভেদ খান আরও লিখেছেন, ‘আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি দেশের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার কাছে মনে হয়েছে, সরে দাঁড়ানোই সবচেয়ে বেশি ভালো হবে।’