যুদ্ধ শেষ করার বিষয়ে কিয়েভের প্রতিনিধিরা আলোচনার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করছে না বলে অভিযোগ করছে রাশিয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, কিয়েভের উদ্যোগ সমঝোতাকে খর্ব করছে। বর্তমান আলোচনার গতি যেভাবে আশা করা হচ্ছিল সেই পর্যায়ে নেই।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর পর দুই পক্ষ একাধিকবার আলোচনায় বসেছে। কিন্তু কোনো বড় অর্জন ছাড়াই আলোচনা শেষ হয়েছে। সর্বশেষ দুই পক্ষ তুরস্কে আলোচনায় বসে।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ইউক্রেনের কাছে একটি নথি হস্তান্তর করার পরে মস্কো কিয়েভের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল।
তবে ইউক্রেনের আলোচক মিখাইলো পোদোলিয়াক বলছেন ভিন্ন কথা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন দুই পক্ষের মধ্যে ফের আলোচনার আগে রাশিয়া দোনবাসে আক্রমণের মাধ্যমে অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।
রাশিয়ার সঙ্গে ফের কখন আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল