যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর গত ২৬ মার্চ রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে প্রথম পর্বের সামরিক পরিকল্পনা সমাপ্ত ঘোষণা দেন। একইসঙ্গে তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু ‘পূর্ব ইউক্রেন’ বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র বলছে, দ্বিতীয় পর্বের অভিযান শুরুর পর এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনে বড় কোনো অঞ্চল আয়ত্ত্বে নিতে পারেনি। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সরাসরি তথ্য আছে এমন দুইজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এই মূল্যায়ন করেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর নতুন কিছু আক্রমণ প্রত্যক্ষ করেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, যুদ্ধের ফ্রন্টলাইন স্থির রয়েছে। এখন পর্যন্ত বড় কোনো অঞ্চলের হাত বদল হয়নি।
তবে আল জাজিরার খবরে বলা হয়, পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে নতুন ধাপের অভিযান শুরুর পর রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখলে নিয়েছে। ক্রেমিন্না শহর দখলের মধ্য দিয়ে অপেক্ষাকৃত বড় শহর ক্রামাতোরস্ক দখলের পথে আরেক ধাপ এগিয়ে গেল রুশ বাহিনী।
যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় বাহিনীকে নতুন করে ৮০০ মিলিয়ন ডলারের সমরাস্ত্র সহায়তা ঘোষণা করেছে। এছাড়া ন্যাটো দেশগুলোকেও অস্ত্র দিতে আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।
বিডিপ্রতিদিন/কবিরুল