যুদ্ধের এক মাসের কিছু বেশি সময় পর রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক কৌশল প্রকাশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত এটাই জনসম্মুখে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সেনাবাহিনীর খোলা মন্তব্য।
রাশিয়ার সেনাবাহিনীর এক নম্বর উপ প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রথম পর্বের সামরিক পরিকল্পনা শেষ হয়েছে। এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে পূর্ব ইউক্রেন।
শুক্রবার এক ব্রিফিংয়ে রুশ জেনারেল বলেন, সাধারণভাবে বলতে গেলে অভিযানের প্রথম পর্ব শেষ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সম্ভাবনা বহুলাংশকে সঙ্কুচিত করা হয়েছে। এখন আমরা আমাদের প্রথম লক্ষ্যে মনোযোগ দিতে পারব। তাদের প্রধান লক্ষ্য ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন করা বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল