রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘সন্ত্রাসী’ এবং রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার রাতে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে সম্বোধন করে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রাশিয়ার ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ অন্যান্য ইউরোপীয় দেশ এবং এশিয়ায় ছড়িয়ে পড়ার আগে জাতিসংঘকে ‘হত্যাকাণ্ড’ বন্ধ করার জন্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ক্রেমেনচুকের একটি শপিংমলে রাশিয়ার মারাত্মক বিমান হামলার স্থানটি তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ‘আমি জাতিসংঘের একজন বিশেষ প্রতিনিধি বা জাতিসংঘের মহাসচিব পাঠানোর পরামর্শ দিচ্ছি...যাতে জাতিসংঘ স্বাধীনভাবে তথ্য খুঁজে বের করতে পারে এবং দেখতে পারে যে এটি সত্যিই একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন