রাশিয়ার একজন এজেন্টকে (চর) আটকের দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। তাদের দাবি আটককৃত ব্যক্তি সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবি এজেন্ট।
ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর বরাতে রয়টার্স বলছে, গত মার্চে আটককৃত ব্যক্তির সহায়তা ও নির্দেশনায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা করে। ওই হামলায় ইউক্রেনের ৫০ জন সেনা নিহত হন। সাবেক কেজিবি এজেন্ট বার্তা আদান-প্রদানকারী অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করে ইউক্রেনের ইয়াভরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের লোকেশন রুশ বাহিনীকে দিয়েছিলেন।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বক্তব্য, রুশ সেনারা আটককৃত এজেন্টের তথ্য অনুসরণ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই হামলায় ৫০ সেনা নিহত ছাড়াও ১৫০ জন আহত হয়েছিলেন।
খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি পশ্চিমের শহর লেভিভের বাসিন্দা। হাজতে (ডিটেনশন সেন্টারে) তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাতে এই খবর প্রকাশ করলেও রয়টার্স অভিযুক্তের বক্তব্য নিতে পারেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল