২ জুলাই, ২০২২ ১৬:৫৫

মাঝ আকাশে স্পাইস জেটে ধোঁয়া আতঙ্ক, জরুরি অবতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক

মাঝ আকাশে স্পাইস জেটে ধোঁয়া আতঙ্ক, জরুরি অবতরণ (ভিডিও)

মাঝ আকাশে ভারতের স্পাইস জেটের একটি ফ্লাইটে ধোঁয়া আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্লেনটি দিল্লিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।

স্থানীয় সময় শনিবার সকালে জবলপুরগামী স্পাইস জেটের একটি ফ্লাইটের কেবিনে হঠাৎ করেই ধোঁয়া আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কেবিন ক্রুরুরা যখন ধোঁয়া দেখতে পান তখন ফ্লাইটটি ৫ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপরই দিল্লি-জবলপুরগামী প্লেনটিকে ফিরিয়ে আনা হয়। এটি নিরাপদেই দিল্লিতে অবতরণ করতে সক্ষম হয়েছে।

স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

এর আগে গত ১৫ দিন আগেই দিল্লিগামী স্পাইস জেটের একটি প্লেনে আগুন লাগার ঘটনা ঘটে। কিন্তু সে সময়ও প্লেনটি দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পায় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করেছিল ওই প্লেনটি। সে সময় ওই প্লেনে ১৮৫ জন আরোহী ছিল। সবাইকে নিরাপদেই সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর