৫ জুলাই, ২০২২ ২২:০২

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে ইউক্রেনের অস্ত্র, দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে ইউক্রেনের অস্ত্র, দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্বিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে। কিন্তু ইউক্রেনের এই অস্ত্র মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যা কালোবাজার পর্যন্ত গড়াচ্ছে।

মঙ্গলবার টেলিভিশনে এক বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু এই দাবি করেন। রাশিয়ার এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত ইউক্রেন ২৮ হাজার টন অস্ত্র সহায়তা পেয়েছে। এই সামরিক ভাণ্ডারের কিছু অংশ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। তবে দাবির পক্ষে বিস্তারিত তথ্য দেননি তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন,  ইউক্রেনের সংঘাত দীর্ঘ করতে পশ্চিমারা সম্মিলিতভাবে ব্যাপক পরিসরে অস্ত্র সহায়তা দিচ্ছে।  সূত্র: আল আরাবিয়া     

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর