ফের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনশিশুসহ মালির অন্তত ২২ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এবং মালির সরকার। খবর আল-জাজিরার।
জানা গেছে, ডুবে যাওয়া ওই নৌকায় ৮৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের বেশিরভাগই মালির নাগরিক। লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সাগরে আটকে থাকার পর তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।
মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে জানা গেছে, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়ারা। বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুব দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারিতে সবচেয়ে বেশি খাদ্য সংকটে পড়েছে আফ্রিকা । এমন পরিস্থিতিতে মহাদেশটি থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করা হয়। এরপর থেকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপে যাওয়ার মূলপথ হয়ে উঠেছে দেশটি।
বিডি-প্রতিদিন/শফিক