২০২২ সালের ১৫ নভেম্বর ৮০০ কোটি ছাড়াতে পারে বিশ্বের মোট জনসংখ্যা। ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা ছাড়াবে ৮৫০ কোটি। ২০৫০ সালে তা গিয়ে হবে ৯৭০ কোটি। ২০৮০ সালে ১০৪০ কোটিতে পৌঁছাবে এবং ২১০০ সাল পর্যন্ত ওই পর্যায়েই থাকবে।
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের জনসংখ্যা বিষয়ক দফতরের রিপোর্ট ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’-এ এসব তথ্য জানানো হয়েছে। জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ এখন চীন। দেশটির জনসংখ্যা এখন প্রায় ১৪০ কোটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছর একক দেশ হিসেবে জনসংখ্যায় শীর্ষে উঠে আসতে পারে ভারত।
জনসংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এখনও চীনের জনসংখ্যার বিশ্বে সবচেয়ে বেশি। বিশ্বের পুরো জনসংখ্যার ২৬ শতাংশের বসবাস এ অঞ্চলেই। রিপোর্ট অনুযায়ী, এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলেই জনসংখ্যা বৃদ্ধি হবে সবচেয়ে বেশি। সে তালিকায় রয়েছে কঙ্গো, মিশর, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইথিওপিয়া, তানজানিয়া এবং ফিলিপাইন।
বিডি প্রতিদিন/ফারজানা