ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এর আগে রোববার রাশিয়া ইউক্রেনের অন্য একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় ১৯ জন নিহত হন।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, সোমবার খারকিভে রশিয়া আর্টিলারি, মাল্টিপল রকেট এবং ট্যাঙ্ক দ্বারা হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত ছাড়াও অন্তত ৩১ জন আহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া সমগ্র দোনবাস অঞ্চল দখল করতে চাচ্ছে। এর অংশ হিসেবেই খারকিভের চাসিভ শহরে তারা হামলা হয়েছে। ২০১৪ সালের পর থেকে দোনবাস অঞ্চলটির অংশ বিশেষ রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, দোনবাস দখলে নিতে রাশিয়ার স্থলবাহিনী আর্টিলারি ব্যবহার করছে।
খারকিভ শহরটি রাশিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত হলেও দোনবাসের বাইরে। রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে শহরটি ব্যাপক বোমা হামলার শিকার হয়েছে।
খারকিভের মেয়র ইহো তেরেখোভ বলেন, রাশিয়ার সর্বশেষ হামলা বেসামরিক স্থাপনাসহ ব্যবসায়িক স্থাপনাও আক্রান্ত হয়েছে।
বেসামরিক স্থাপনা টার্গেট করার অভিযোগ অস্বীকার করলেও গত ২৪ ফেব্রুয়ারির পর ইউক্রেনের অনেক শহর রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল