যুক্তরাষ্ট্রের হামলায় মঙ্গলবার সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা নিহত হয়েছেন। ওই নেতার নাম মাহের আল-আগাল। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুকিনো দাবি করেছেন, এ হামলার ফলে আইএসের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হবে।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা জিন্দাইরিসে এ হামলা পরিচালনা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বেসামরিক কোনো মানুষের মৃত্যু হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা