যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন। বুধবার তিনি ইসরায়েলে পৌঁছেছেন।
এই সফরে জো বাইডেন মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে অধিক পরিমাণে তেল উৎপাদনে প্ররোচিত করবেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বাইডেন ইসরায়েলের নেতাদের সঙ্গে আলাপে দুই দিন জেরুজালেম থাকবেন। তার পর তিনি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলবেন।
এরপর বাইডেন ইসরায়েল থেকে সরাসরি জেদ্দাহ যাবেন। সৌদি আরবে বাইডেনের এটা হবে প্রথম সফর। শুক্রবার মার্কিন এই প্রেসিডেন্ট সৌদি কর্মকর্তাসহ উপসাগীয় মিত্রদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের অন্যতম লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা, অঞ্চলে ইসরায়েলের সমন্বয়করণ গভীর করা, ইরানের প্রভাবে বাধা দেওয়া এবং চীন ও রাশিয়ার আগ্রাসন রোধ করা।
বিডিপ্রতিদিন/কবিরুল