ফ্যাশন ডিজাইন ও অন্যান্য বিশেষায়িত ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো মাইকলো বাংলাদেশের ‘মাইকলো নেক্সট আইকন ক্যাম্পেইন’। দুই দিনব্যাপী এ আয়োজনের চূড়ান্ত তথা শেষ পর্বে ছিল ডিজাইন কম্পিটিশন অনুষ্ঠান। অনুষ্ঠানে অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
শুক্রবার রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান রহমান খান ‘মাইকলো নেক্সট আইকন মডেল হান্টের মুখ্য বিচারকের দায়িত্ব পালন করেন। জাজেসদের মধ্যে আরও ছিলেন, মাইকলো বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড ব্রান্ড কম্মুনিকেশন সামিয়া আহমেদ ও অপারেশন অ্যাডভাইজার কাজি মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ডিজাইন অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন শিশির ভট্টাচার্য্য ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে চোখ ধাঁধানো লাইটিং ও ভাইব্রেট মিউজিক্যাল র্যাম্পে হাল ফ্যাশনের রকমারি পোশাকে বিভিন্ন পর্বের ক্যাট ওয়াকে অংশ নেন মডেলরা। ৩০০ রেজিস্ট্রেশনকৃত মডেলের মধ্যে বয়স ও অন্যান্য ০৪ ক্যাটাগরিতে মেল-ফিমেল মিলিয়ে সর্বমোট ২৪ জন চূড়ান্ত পর্বে অংশ নেন।
এফডিটির বিভাগীয় প্রধান মো. মতিউর রহমান ও তার চৌকস টিম মেম্বারদের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞ বিচারকদের চুলচেড়া বিচারে পুরুষ ও নারী ক্যাটাগরিতে এম.জে.এইচ রেইন, মাহফুজুর রহমান অপূর্ব ও তামজিদ আহমেদ শাহ এবং মেয়েদের মধ্যে শায়লা মারিয়াম হোসাইন, ফাহমিদা ফাইয়েজা নিম্মী ও শ্রাবন্তি বিশ্বাস মাইকলো মডেল নির্বাচিত হন।
মডেলদের আকর্ষণীয় ক্যাট ওয়াক তথা নান্দনিক উপস্থাপনা একনিশ্বাসে উপভোগ করেন উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকরা। তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে চমৎকার আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/কেএ