শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেন পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার দেশটির স্পিকার ইয়াপা আবেবর্ধনে এই তথ্য জানান।
তবে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা বলছেন, তারা এটা মানবেন না। রনিল বিক্রমাসিংহে ক্ষমতায় থাকলে তাদের আন্দোলন বৃথা। আন্দোলনকারীরা তারও বিদায় চান।
ভায়েসেন নামে একজন নারী প্রতিবাদকারী বলেন, আন্দোলনকারীদের নিকট তিনি (রনিল বিক্রমাসিংহে) মোটেও জনপ্রিয় ব্যক্তি নন। তিনি কয়েক মাস ধরে রাজাপাকসে পরিবারের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের সকল অপকর্ম এবং অব্যবস্থাপনার সঙ্গে জড়িত।
এই প্রতিবাদকারী বলেন, তারা চান বিক্রমাসিংহেও বিদায় নিক। তিনি যদি পরবর্তী প্রেসিডেন্ট হন তাহলে কিছুই পরিবর্তন হলো না এবং সকল আন্দোলন বৃথা।
বিডিপ্রতিদিন/কবিরুল