শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা দিতে পারেন। বুধবার যে কোনো সময় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ছাড়বেন বলে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর দাবি করেছে।
মালদ্বীপের একটি সূত্র ডেইলি মিররকে এ তথ্য জানিয়েছে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবারই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। স্পিকার বলেন, পূর্বের ঘোষণামতে, প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।
গোতাবায়া রাজাপাকসের পক্ষ থেকে বলা হয়েছিল, ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন। গোতাবায়া ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। এরই মধ্য গতকাল মঙ্গলবার রাতে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া।
বিডিপ্রতিদিন/কবিরুল