ইসরায়েলি সাংবাদিককে মক্কায় প্রবেশে অভিযুক্ত সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে সৌদি আরবের পুলিশ জানিয়েছে।
গত সোমবার ইসরায়েলের সাংবাদিক গিল তামারি পবিত্র মক্কা নগরীতে প্রবেশের একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। এতে তাকে আরাফাতের ময়দানের ভিডিও ধারণ করতে দেখা যায়। এ নিয়ে সৌদি আরবসহ সমগ্র বিশ্ব মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা যায়। অনেকে এই ঘটনার তীব্র সমালোচনা করেন। এরপর ইসরায়েলি সাংবাদিককে গোপনে মক্কায় প্রবেশে সহায়তাকারীকে গ্রেফতারের তথ্য জানাল সৌদি পুলিশ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে পুলিশের একজন মুখপাত্রের বক্তব্য প্রকাশ করা হয়েছে। ওই মুখপাত্র বলেছেন, মক্কার পুলিশ অমুসলিম সাংবাদিককে প্রবেশে সহায়তায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
সৌদি সংবাদমাধ্যমটি ইসরায়েলি সাংবাদিক তামারির নাম উল্লেখ না করে বলেছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে তিনি সৌদি আরবে প্রবেশ করেন। কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসরায়েলি নাগরিকরা সৌদিতে প্রবেশ করতে পারে না।
সৌদি আরবের পুলিশ জানিয়েছে, ইসরায়েলি সাংবাদিকের মামলাটি প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অমুসলিমরা পবিত্র নগরী মক্কায় প্রবেশ করতে পারে না।
বিডিপ্রতিদিন/কবিরুল
অমুসলিমরা পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি পায় না।