কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে শুক্রবার রাশিয়ার সঙ্গে তুরস্কে এক চুক্তি সই করে ইউক্রেন। কিন্তু চুক্তি সইয়ের পরদিন শনিবার ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শস্য পরিবহনে চুক্তির পর ওডেসা বন্দরে হামলা রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির সম্ভাবনা নষ্ট করে দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ ( শনিবার) ওডেসায় আমাদের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ঘৃণ্য কাজ হয়েছে। এটা রাশিয়ার নিজেদের রাজনৈতিক অবস্থানের ওপরও আঘাত। যদি বিশ্বের কেউ এখনো বলেন— রাশিয়ার সঙ্গে সংলাপ, সমঝোতা প্রয়োজন, তাহলে দেখুন তারা কী করছে। ওডেসা বন্দরে হামলা সকল সম্ভাবনা নষ্ট করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রুশ হামলায় ওডেসা বন্দরের শিল্প জাদুঘর ধ্বংস হয়ে গেছে মন্তব্য করে জেলেনস্কি বলেন, রাশিয়ার এই ধরনের স্পষ্ট বর্বরতা আমাদের বিজয়ের জন্য প্রয়োজনীয় অস্ত্রের কাছাকাছি নিয়ে যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল