যুক্তরাজ্যে প্রশিক্ষণ নিতে যাওয়া ইউক্রেনের সেনাদের সঙ্গে এক সামরিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার ডাউনিং স্ট্রিট এই তথ্য জানায়।
প্রধানমন্ত্রীর দপ্তরের প্রকাশ করা এক ভিডিওতে সামরিক পোশাক পরিহিত বরিস জনসনকে কৃত্রিম (ডামি) গ্রেনেড ছুড়তে দেখা যায়। একইসঙ্গে তিনি বিভিন্ন অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেটাও পরখ করে দেখেন।
ভিডিওতে জনসনকে বলতে শোনা যায়, আমাদের সেনাদের কাছে প্রশিক্ষণ নিতে আসা ইউক্রেনের ৪০০ সেনাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তারা ইউক্রেনে ফিরে যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। এই প্রশিক্ষণ ইউক্রেনের কাছে করা অঙ্গীকারের অন্যতম উল্লেখ করে বরিস জনসন বলেন, আগামী চার মাসের মধ্যে আমরা ১০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিতে চাই। ইউক্রেনীয় সেনারা জিততে পারবে এবং তারা জিতবে এ ব্যাপারে তিনি নিশ্চিত বলেও মন্তব্য করেন বরিস জনসন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিনি/কবিরুল