মিশরের জনপ্রিয় একজন টিকটকারকে গ্রেফতার করেছে সৌদি আরব। ‘যৌনতাপূর্ণ কথাবার্তা’ ও ‘যৌন উসকানিমূলক আধেয়’ (কনটেন্ট) প্রচারের জেরে তাকে গ্রেফতার করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত তালা সাফওয়ান টিকটকে বেশ জনপ্রিয়। সৌদির এক নারী বান্ধবীর সঙ্গে তিনি একটি লাইভ করেন। ওই লাইভের আলোচনায় তিনি যৌনতাপূর্ণ কথাবার্তা বলেছেন বলে অভিযোগ উঠেছে।
সৌদি আরবের পুলিশ রাজধানী রিয়াদ থেকে তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের বিষয়ে সোমবার পুলিশ জানিয়েছে, আরেকজন নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে তিনি যৌনতাপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। পুলিশের বক্তব্য— তালা সাফওয়ানের আলোচনা সৌদি জনসমাজের নৈতিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে।
পুলিশ তার নাম উল্লেখ না করে জানিয়েছে, তাকে প্রসিকিউটর জেনারেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল