পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও করাচি কিংস। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এই এলিমিনেটর ম্যাচ। ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে, কারণ লাহোর কালান্দার্সের জার্সিতে একসঙ্গে মাঠে নামতে পারেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
প্লে-অফে চতুর্থ স্থানে থাকায় লাহোরের সামনে এখন 'জিতলে টিকে থাকা, হারলে বিদায়' সমীকরণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা পেতে পারেন এই তিন ক্রিকেটারই।
টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর লাহোর দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। ড্যারিল মিচেলের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান, আর সিকান্দার রাজার বদলি হিসেবে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ইতোমধ্যেই দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি এর আগে ৫টি ম্যাচ খেলে জাতীয় দলের দায়িত্ব পালনে দেশে ফিরে গিয়েছিলেন।
শেষ ম্যাচে সাকিব ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও, আজকের ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাছ থেকে বড় পারফরম্যান্স প্রত্যাশা করছে দল। একইভাবে, মিরাজ ও রিশাদের উপস্থিতি লাহোরের বোলিং আক্রমণে বৈচিত্র্য যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
এই ম্যাচে জয় পেলে লাহোর কালান্দার্স পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে। তাই আজকের ম্যাচটি যেন এক অগ্নিপরীক্ষা।
বিডি প্রতিদিন/মুসা