চরম খাদ্য সঙ্কট চলছে পশ্চিম এশিয়ার দেশ লেবাননে। ফলে গতকাল বুধবার দেশটির বেকারি ও পেস্ট্রি দোকানে হামলে পড়েছে বিক্ষোভকারীরা।
দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকেই রুটি পাচ্ছেন না। কারণ, অনেক জায়গাতেই চলছে তীব্র রুটি সঙ্কট। দেশটিতে মজুদ নেই পর্যাপ্ত আটাও।
জানা গেছে, মাত্র চিকন ১০ টুকরো রুটি কিনতে লেবাননে গুনতে হয় ৪০ হাজার লেবানিজ পাউন্ড।
এই অবস্থার জন্য দেশটির রাজনীতিবিদ ও বেকারিগুলো দুষছে জনগণ। তাদের দাবি, এরা ময়দা কালোবাজারে বিক্রি ও সিরিয়ায় পাচার করে এই সঙ্কট তৈরি করেছে।
লেবাননের অর্থমন্ত্রী বলেন, ‘চলতি সপ্তাহের শেষ নাগাদ ৪৯ হাজার টনের একটা গমের চালান লেবাননে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আশা করা হচ্ছে জাহাজগুলো দ্রুতই আসবে।’
ডলারের বিপরীতে লেবানিজ পাউন্ডের দাম আরও কমতে থাকায় সঙ্কট আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল