সঙ্কটের শেষ ধাপে পৌঁছে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। আজ বৃহস্পতিবারও দেশটিতে বেড়েছে ডলারের দাম, কমেছে রুপির মান। এদিন পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ২৪০.৫০ রুপিতে ১ ডলার বেচাকেনা হয়েছে।
ফরেক্স অ্যাসোসিয়েশন পাকিস্তানের তথ্য অনুযায়ী, আগের দিনের চেয়ে এক লাফে ৪.৪৮ রানের রুপি বেড়েছে ডলারের দাম। বুধবার শেষ পর্যন্ত পাকিস্তানের বাজারে ডলার বিক্রি হয়েছিল ২৩৬.০২ রুপিতে।
রুপির এমন অবনমনের জন্য দেশটির রাজনৈতিক পরিস্থিতিকেই দায়ী করছেন অ্যাসোসিয়েশন অব পাকিস্তান সেক্রেটারি জাফর পরাচা। তার দাবি, রুপির অবমূল্যায় ঠেকাতে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার।
জাফর বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থা খারাপ কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে মোটেও সচেতন নয়। ক্ষমতাসীন দলগুলো কেবল গদি রক্ষায় মরিয়া।’
এদিকে ফরেক্স বলছে, রুপির বাজার স্থিতিশীল রাখতে এখন ডলার সরবরাহ বাড়ানো দরকার।
সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজমুল